প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ১২:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৫, ২:৩৩ পি.এম
কমলগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই" এ প্রতিপাদ্য নিয়ে উপজেলার তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টা থেকে শুরু হয়ে স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থী সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষক বিলকিস বেগমের সভাপতিত্বে এবং শিক্ষক হুমায়ুন রেজা সোহেল ও শাহনুর আহমদ'র যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে গেস্ট অব অর্নার হিসেবে মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান উপস্থিত ছিলেন।
এসময় বিশেষ অতিথি হয়েই ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাইয়ুম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মতিন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, সাবেক সভাপতি আব্দুল ওয়াহিদ, কবি ও লেখক হাজী আব্দুস সামাদ, বিশিষ্ট সমাজকর্মী সমরজিৎ সিংহ, বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সদস্য ব্রজগোপাল সিংহ প্রমুখ।
সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক কামাল উদ্দিন, কবি ও শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, শিক্ষার্থী সৌরভ সিংহ, স্নেহা সিনহ এবং গনমাধ্যমে কর্মী প্রমূখ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho