প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ২:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৫, ৮:২২ পি.এম
রাঙ্গুনিয়ায় আসচ্ছেন হুমাম কাদের চৌধুরী, মাঠ পরিদর্শনে গেলেন বিএনপি নেতারা

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রচারে আগামীকাল ১ ফেব্রুয়ারি উত্তর রাঙ্গুনিয়া কলেজ মাঠে বিএনপি নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরীর বিশাল সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সমাবেশস্থল পরিদর্শন করেছেন।
সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটনোর জন্য নেতারা মঞ্চ প্রস্তুতের বিভিন্ন কাজ ঘুরে দেখেন।
রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. কামাল হোসেন চৌধুরী এবং উত্তর জেলা যুবদলের সি. সহ-সভাপতি ইউসুফ চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সি. সহ-সভাপতি আনছুর উদ্দিনের নেতৃত্বে মাঠ পরিদর্শন করেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
মাঠ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রচারে উত্তর রাঙ্গুনিয়ায় আয়োজিত আগামীকালের বিশাল সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিপুল জনসমাগম ঘটনোর জন্য নেতা কর্মীদের তাগিদ দেন।
এ সময় উপস্থিত ছিলেন হাজী ইলিয়াস শিকদার, দিদারুল আলম জসিম, কে কে জসিম উদ্দিন চৌধুরী, মো. আবদুল গফুর খান, নাসির উদ্দীন নসু, দিদারুল আলম, ফারুকুল ইসলাম, আবুল হোসেন, আবু বক্কর, তোহা ও পারভেজসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho