শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি যুগপৎ আন্দোলন করতে পারে: নজরুল

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মন্তব্য করেছেন দেশের যেকোনো আকাঙ্ক্ষা পূরণে বিএনপি যুগপৎ আন্দোলন করতে পারে।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি। এদিন সমমনা ও যুগপৎ আন্দোলনের সঙ্গী জাতীয় পার্টি (কাজী জাফর) ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা।

বৈঠকের বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, দেশের বিদ্যমান আর্থসামাজিক অবস্থা নিয়ে আলোচনা করেছি আমরা। অনেক বিষয়ে একমত হয়েছি।

তিনি বলেন, দেশের কল্যাণের ক্ষেত্রে দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমতের কোনো কারণ নেই। ভবিষ্যতেও হবে না।

বিএনপির সিনিয়র এ নেতা এরপর বলেন, দেশের যে কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা যুগপৎ আন্দোলন করতে পারি। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই ফ্যাসিবাদের পতন চেয়েছি। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখনো আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি।

তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচন হয়ে এ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে, ইনশাআল্লাহ। এ জন্য যতটুকু সংস্কার করা দরকার, ততটুকু সংস্কার করেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম খান ছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বিএনপি যুগপৎ আন্দোলন করতে পারে: নজরুল

প্রকাশের সময় : ০৯:১৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মন্তব্য করেছেন দেশের যেকোনো আকাঙ্ক্ষা পূরণে বিএনপি যুগপৎ আন্দোলন করতে পারে।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি। এদিন সমমনা ও যুগপৎ আন্দোলনের সঙ্গী জাতীয় পার্টি (কাজী জাফর) ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা।

বৈঠকের বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, দেশের বিদ্যমান আর্থসামাজিক অবস্থা নিয়ে আলোচনা করেছি আমরা। অনেক বিষয়ে একমত হয়েছি।

তিনি বলেন, দেশের কল্যাণের ক্ষেত্রে দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমতের কোনো কারণ নেই। ভবিষ্যতেও হবে না।

বিএনপির সিনিয়র এ নেতা এরপর বলেন, দেশের যে কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা যুগপৎ আন্দোলন করতে পারি। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই ফ্যাসিবাদের পতন চেয়েছি। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখনো আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি।

তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচন হয়ে এ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে, ইনশাআল্লাহ। এ জন্য যতটুকু সংস্কার করা দরকার, ততটুকু সংস্কার করেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম খান ছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।