
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের পৌছেছেন। তিনিই প্রথম বিদেশি নেতা, যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনঃনির্বাচনের পর তার সঙ্গে সাক্ষাৎ করবেন।
রবিবার (২ ফেব্রুয়ারি) জেরুজালেম থেকে এএফপি এই তথ্য জানায়।
নেতানিয়াহুর এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন গাজায় হামাসের সঙ্গে এবং লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। উভয় গোষ্ঠীই ইরানের সমর্থনপুষ্ট।
ফ্লাইটে ওঠার আগে নেতানিয়াহু বলেন, তারা আলোচনায় ‘হামাসের বিরুদ্ধে বিজয়, সকল জিম্মির মুক্তি এবং ইরানি সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ’ নিয়ে আলোচনা করবেন।
ট্রাম্প তার প্রথম মেয়াদে বলেছিলেন, ইসরায়েল ‘হোয়াইট হাউসের আগে কখনও এত ভালো বন্ধু পায়নি’, যা তার বর্তমান মনোভাবেও প্রতিফলিত হচ্ছে।
নেতানিয়াহু বলেন, ‘আমি প্রথম বিদেশি নেতা হিসেবে ট্রাম্পের সঙ্গে দেখা করছি- এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা। এটা ইসরায়েল-যুক্তরাষ্ট্র শক্তিশালী সম্পর্কের প্রমাণ।’
এদিকে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা।
গাজার যুদ্ধের শুরুতে রিয়াদ এই আলোচনা স্থগিত করে এবং ফিলিস্তিনি ইস্যুর সমাধান ছাড়া কোনো চুক্তিতে যেতে অস্বীকৃতি জানায়। সূত্র: এএফপি