শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

শরণখোলায় গোয়াল ঘরে আগুন, দগ্ধ চারটি গরু

নাজমুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট)
বাগেরহাটের শরণখোলায় এক কৃষকের গোয়াল ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোয়ালে থাকা পাঁচটি গরুর মধ্যে চারটি মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। ৪ ফেব্রুয়ারি (রবিবার) রাত তিনটার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক হাকিম মুন্সি জানান, গভীর রাতে দুর্বৃত্তরা তার গোয়াল ঘরে আগুন দেয়। আগুনে তার পাঁচটি গরুর মধ্যে চারটি দগ্ধ হয় এবং খড়ের গাদাও পুড়ে যায়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে গরুগুলো মারাত্মকভাবে ঝলসে যায়।
স্থানীয়দের ধারণা, এটি পরিকল্পিতভাবে করা হতে পারে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত কৃষক হাকিম মুন্সি ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল্লাহ বলেন, “গ্রাম সংশ্লিষ্ট ওয়ার্ডের পুলিশ বিষয়টি অবহিত করলে শরণখোলা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কৃষক হাকিম মুন্সিকে সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি সিগারেটের আগুন অথবা দুর্বৃত্তদের পরিকল্পিত কাজ হতে পারে।”
এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে  শরণখোলা থানা পুলিশ জানিয়েছেন।
জনপ্রিয়

শরণখোলায় গোয়াল ঘরে আগুন, দগ্ধ চারটি গরু

প্রকাশের সময় : ০৩:৫০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
নাজমুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট)
বাগেরহাটের শরণখোলায় এক কৃষকের গোয়াল ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোয়ালে থাকা পাঁচটি গরুর মধ্যে চারটি মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। ৪ ফেব্রুয়ারি (রবিবার) রাত তিনটার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক হাকিম মুন্সি জানান, গভীর রাতে দুর্বৃত্তরা তার গোয়াল ঘরে আগুন দেয়। আগুনে তার পাঁচটি গরুর মধ্যে চারটি দগ্ধ হয় এবং খড়ের গাদাও পুড়ে যায়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে গরুগুলো মারাত্মকভাবে ঝলসে যায়।
স্থানীয়দের ধারণা, এটি পরিকল্পিতভাবে করা হতে পারে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত কৃষক হাকিম মুন্সি ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল্লাহ বলেন, “গ্রাম সংশ্লিষ্ট ওয়ার্ডের পুলিশ বিষয়টি অবহিত করলে শরণখোলা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কৃষক হাকিম মুন্সিকে সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি সিগারেটের আগুন অথবা দুর্বৃত্তদের পরিকল্পিত কাজ হতে পারে।”
এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে  শরণখোলা থানা পুলিশ জানিয়েছেন।