প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ১২:০০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ৪:০২ পি.এম
সাউথখালী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নেই এক মাস ধরে, ভোগান্তিতে এলাকাবাসী

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এক মাস ধরে কোনো ডাক্তার নেই। এতে এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধরা চরম দুর্ভোগে পড়েছেন।
স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার পল্লব বিশ্বাস জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট থাকায় তাকে সেখানে ডিউটি করতে হচ্ছে। ফলে সাউথখালী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করছেন, নিয়মিত ডাক্তার না থাকায় সাধারণ রোগীদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা বেসরকারি ক্লিনিকে যেতে বাধ্য হতে হচ্ছে, যা সময়সাপেক্ষ ও ব্যয়সাপেক্ষ।
একজন ভুক্তভোগী বলেন, "অসুস্থ হলে কাছের স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার কথা, কিন্তু সেখানে ডাক্তারই নেই। আমাদের দূরে যেতে হয়, যা অনেক কষ্টকর।"
এলাকাবাসী দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত ডাক্তার নিয়োগের দাবি জানিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয় গোপাল বিশ্বাস বলেন, "ডাক্তার নেই—বিষয়টি অতি জরুরি, সমাধানের চেষ্টা চলছে।"
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho