
যশোর প্রতিনিধি
যশোরের শার্শায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রহিমা খাতুন(৭০) নামে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিমা খাতুন ওই গ্রামের মৃত নবীছদ্দিন গাজীর স্ত্রী।
এঘটনার পর থেকে হত্যাকারী অপু হোসেন ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।
স্থানীয়রা জানান, নিহত রহিমা খাতুনের ছেলে (মিজানুর) প্রতিবেশী আব্দুস সামাদের ছেলে অপুর কাছে টাকা পাবে। এই পাওনা টাকা চাওয়া নিয়ে প্রায়ই দুই পরিবারের মধ্যে ঝগড়া হতো। আজ (মঙ্গলবার) ঘটনার দিন বৃদ্ধা রহিমা রান্না করার জন্য গাছ থেকে কলা আনতে গেলে পাওনা টাকা নিয়ে অপু ও রাহিমার মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে অপু বৃদ্ধা রহিমাকে মারতে মারতে পাঁকা রাস্তার ওপর ফেলে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে করে তিনি জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে পরবর্তীতে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই এলাকার বাসিন্দা ফিরোজা খাতুন জানান, তিনি দুপুরে রান্না করছিলেন এসময় চেঁচামেচি শুনে তিনি বাইরে গিয়ে দেখেন অপু পাঁকা রাস্তার ওপর ফেলে বৃদ্ধা রহিমাকে মারধোর করছে। মাথায় আঘাত পেয়ে জ্ঞান রহিমা হারিয়ে ফেলেন পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। পরে তিনি মারা গেছেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন জানান, এক বৃদ্ধা নারীকে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের কেউ থানা কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে মামলা হিসেবে রেকর্ড করা হবে। তবে হত্যার সঙ্গে জড়িতকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।