প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ১২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ১০:০৪ পি.এম
আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল

রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দ উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রয়ারী) বিকালে গোয়ালন্দ রেলস্টেশনের পাশে বিএনপির স্থায়ী কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর আবার বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি শেখ নিজাম, সহসভাপতি আইয়ুব আলী খান, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল সরদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সানোয়ার আহমদ প্রমূখ। সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ‘শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পয়তারা করছে। ৫ আগস্টের আগে যে সকল সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে, সেই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, তারা আজও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি, দ্রুত তাদের গ্রেপ্তার করতে হবে। আমরা কঠোর হস্তে সন্ত্রাসীদের দমন করব।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho