প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ৪:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ১০:৫৫ এ.এম
ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির নির্বাচন আদালতের আদেশে স্থগিত

কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির অভিভাবক সদস্য নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেছে ভূরুঙ্গামারী সহকারি জজ আদালতের বিজ্ঞ সহকারী জজ জান্নাতুন নাইম (অতিরিক্ত দায়িত্ব)।
আজ মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে শুনানী শেষে এই নিষেধাজ্ঞা জারী করে বিজ্ঞ আদালত। উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারী (বুধবার) মহিলা কলেজে অভিভাবকদের ভোটে ৩ জন অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠানের কথা ছিলো।
গত ২ জানুয়ারী ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডি পুনঃগঠনের জন্য ৩ জন অভিভাবক সদস্য নির্বাচনের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্বাচনী তফশিল ঘোষণা করেন।
ঘোষিত তফশীল অনুযায়ী গত ১৪ জানুয়ারী আমজাদ হোসেন নামক জনৈক অভিভাবক ব্যাংকে ১০ হাজার টাকা জমা করে মনোনয়ন পত্র কিনতে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোনয়ন পত্র দিতে টালবাহনা করে সময় পার করেন। মনোনয়নপত্র কিনতে পারে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন।
পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাকে মনোনয়ন না দেয়ায় অভিভাবক সদস্য পদে আগ্রহী প্রার্থী আমজাদ হোসেন বাদী হয়ে গত ২৬ জানুয়ারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হকসহ ৬ জনকে অভিযুক্ত করে কুড়িগ্রামের সহকারী জজ আদালতে একটি পিটিশন দায়ের করেন।
শুনানী শেষে গত ৪ ফেব্রুয়ারী বিজ্ঞ সহকারী জজ আদালত মূল মোকদ্বদমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অভিভাবক সদস্য পদের নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন।
এ ব্যাপারে মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হক জানান, বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞার আদেশটি পেয়েছি। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বুধবার নির্বাচন হচ্ছেনা বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho