প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ২:৪৬ পি.এম
যুবককে নির্যাতন করতে এসে জনতার হাতে ধরা খেলেন ৪ যুবক

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোঃ আলম শেখ (৪৫) নামে এক ব্যাক্তিকে হত্যার উদ্দ্যেশে নির্যাতনের সময় চারজন যুবককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে গ্রামবাসী।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভীম নগর গ্রামের একটি পরিত্যাক্ত টুকুর ইটভাটায় এ ঘটনা ঘটে এবং আহত আলমকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ময়মনসিংহ জেলার পাগলা থানার মাজবাড়ী এলাকার সেলিম শেখের ছেলে এবং বর্তমানে সে টঙ্গী চেরাগআলী বড় দেওরা ফকির মার্কেটের মাংস ব্যবসায়ী।
আটককৃতরা হলো, ঠাকুরগায়ের সদর থানার হরেন রায়ের ছেলে সবুজ রায় (২২), মৃত মাহফুজ আলী শেখের ছেলে হিরা শেখ (২৮), আশরাফুল আলী শেখের ছেলে আবু বক্কর সিদ্দিক (১৮) ও রাজবাড়ী সদরের ধুনচির আনু মন্ডলের ছেলে ফরহাদ মন্ডল (৩৮)।
জানাগেছে, বালিয়াকান্দির সদর ইউনিয়নের জাকিরের ইটভাটার শ্রমিক ফরহাদের স্ত্রীর মাথে পরকীয়া সম্পর্ক ছিল মাংস ব্যবসায়ী আলমের। তারই জের ধরে প্রলোভন দেখি ফরহাদ পরিকল্পনা করে তাকে রাজবাড়ী বালিয়াকান্দির ভীম নগর গ্রামে এনে স্থানীয় একটি পরিত্যাক্তি হটভাটায় নিয়ে রাত ৮টার দিকে ৪ জন মিলে জীবিত মাটিতে পুতে হত্যার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে স্থানীয় এগিয়ে তাকে উদ্ধার ও হত্যা চেষ্টাকারী ৪ জনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে জনগণের কাছ থেকে ৪ জনকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয় এবং আহত এক ব্যাক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও তথ্য উপাত্ত সংগ্রহ পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho