সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মরহুম শায়সের আলি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নে তাফালবাড়ী স্পোর্টস ক্লাব আয়োজিত মরহুম শায়সের আলি স্মৃতি আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর ফাইনাল ম্যাচ ৭ জানুয়ারি বিকেলে তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জমকালো আয়োজনে অনুষ্ঠিত এই ফাইনালে রাজাপুর কিংস ২-০ গোলে সোনাতলা ক্রিয়াচক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আম্মার আলী। তার নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করেছে এবং দলকে বিজয়ের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ফাইনাল ম্যাচের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম শায়সের আলির পুত্র সাউথখালী ইউনিয়ন বিনপির সাধারণ সম্পাদক  শহিদুল ইসলাম লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক শরণখোলা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ বেল্লাল হোসেন মিলন এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এবারের টুর্নামেন্টের প্রধান স্পন্সর ছিলেন রায়েন্দা রাব্বি খেলাঘর। আয়োজক কমিটি তাদের উদার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আয়োজকরা জানান, স্পন্সরদের সহায়তায় সফলভাবে এই প্রতিযোগিতা আয়োজন সম্ভব হয়েছে।
তাফালবাড়ী স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে সমস্ত খেলোয়াড়, দর্শক এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এমন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করা হবে।
সুন্দরভাবে মাঠ পরিচালনায় ছিলেন টুর্নামেন্টের আহ্বায়ক রাজু গাজী, সাধারণ সম্পাদক জসিম হাওলাদার এবং সার্বিক কাজে সহযোগিতায় ছিলেন শাহারিয়া অভি।
জনপ্রিয়

পলিথিন-প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

মরহুম শায়সের আলি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

প্রকাশের সময় : ১১:৪৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নে তাফালবাড়ী স্পোর্টস ক্লাব আয়োজিত মরহুম শায়সের আলি স্মৃতি আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর ফাইনাল ম্যাচ ৭ জানুয়ারি বিকেলে তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জমকালো আয়োজনে অনুষ্ঠিত এই ফাইনালে রাজাপুর কিংস ২-০ গোলে সোনাতলা ক্রিয়াচক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আম্মার আলী। তার নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করেছে এবং দলকে বিজয়ের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ফাইনাল ম্যাচের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম শায়সের আলির পুত্র সাউথখালী ইউনিয়ন বিনপির সাধারণ সম্পাদক  শহিদুল ইসলাম লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক শরণখোলা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ বেল্লাল হোসেন মিলন এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এবারের টুর্নামেন্টের প্রধান স্পন্সর ছিলেন রায়েন্দা রাব্বি খেলাঘর। আয়োজক কমিটি তাদের উদার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আয়োজকরা জানান, স্পন্সরদের সহায়তায় সফলভাবে এই প্রতিযোগিতা আয়োজন সম্ভব হয়েছে।
তাফালবাড়ী স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে সমস্ত খেলোয়াড়, দর্শক এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এমন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করা হবে।
সুন্দরভাবে মাঠ পরিচালনায় ছিলেন টুর্নামেন্টের আহ্বায়ক রাজু গাজী, সাধারণ সম্পাদক জসিম হাওলাদার এবং সার্বিক কাজে সহযোগিতায় ছিলেন শাহারিয়া অভি।