প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ৫:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৫, ১১:৫১ এ.এম
রাউজানের মফস্বলে কিডনি ডায়ালাসিস প্রতিষ্ঠা সত্যিই প্রশংসনীয় :মেয়র ডা. শাহাদাৎ

বোরহান উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন বলেছেন, কিডনি ডায়ালাসিসের মত গুরুত্বপুর্ণ সেবা শহরের বাহিরে মপস্বলে এটি একটি অনন্য উদ্যোগ। যেটি চিন্তা করলে দেখা যায় শহরের অনেক হাসপাতালে ডায়ালাসিসের কার্যক্রম পুরোপুরি চালু নাই।
তিনি বলেন ৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল রাউজানের মত একটি উপজেলায় প্রতিষ্টা সত্যিই প্রশংসনীয় এবং মহৎ সেবা মূলক কর্মযজ্ঞ। তিনি বলেন আগামিতে বিএনপি সরকার গঠন করলে আধুনিক চিকিৎসা কার্যক্রম শহরের পাশাপাশি মপস্বল এলাকায় সুবিদাবঞ্চিত মানুষ যাতে আগে পান সে ব্যবস্থা করা হবে।
তিনি বলেন- চুয়েট, তাপবিদ্যুৎ সহ বিভিন্ন প্রতিষ্টানের পাশে এই মেডিকেল, শিক্ষার্থীসহ সকল শ্রেণী-পেশার মানুষের জন্যে একটি বড় ভূমিকা পালন করবে।
তিনি শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে রাউজান উপজেলার ব্যস্থতম মিনি শহর খ্যাত পাহাড়তলী চৌমুহনী মোড়ে ৫০ শয্যা বিশিষ্ট বিসিসিইউএল জেনারেল হাসপাতাল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হাসপাতালের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের এমডি কল্লোল বড়ুয়া, বিশেষ সুহৃদ হিসেবে উপস্থিত ছিলেন ইউএসটিসির প্রাক্তন উপাচার্য প্রফেসর ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া, পিএমজেএফ, প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর লায়ন্স রুপম কিশোর বড়ুয়া, গেস্ট অব অনার প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মি. আশীষ কুমার বড়ুয়া, মোহাম্মদ দুলাল মিয়া, মুরাদ আহম্মদ, উপজেলা সহকারী কমিশনার ভুমি অং ছিং মারমা, রাউজান প্রেস ক্লাব সভাপতি এম বেলাল উদ্দিন, প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, মি. সিদ্ধার্থ বড়ুয়া।
সম্মানিত অতিথি ছিলেন ওয়াকিল আহমেদ তালুকদার, মি. রুবেল হৃদয়, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ ওবাইদুল হক, উত্তম কুমার দে, শ্রীমতি অর্পিতা মুৎসুদ্দী, মোহাম্মদ আবদুল হক, মোহাম্মদ মোস্তফা।
উপস্থিত ছিলেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া, প্রকৌশলী তীর্থংকর বড়ুয়া, হাসপাতালের এডমিন আমান উল্লাহ, হাজী মকবুল টাওয়ারের স্বত্বাধিকারীরা মো. মোস্তাফা প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ, বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho