প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ১০:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৫, ১:৩৫ পি.এম
দিল্লি দখলের পথে বিজেপি

ভোটগ্রহণের তিন দিন পর ভারতের দিল্লি বিধানসভার ভোট গণনা চলছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৪৬ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে ২৪ আসনে এগিয়ে অরবিন্দ কেজিরিওয়ালের আম আদমি পার্টি।
প্রতিবেদন অনুযায়ী, এই নির্বাচনে ভরাডুবি হতে চলেছে কংগ্রেসের। শুরুর দিকে দলটি একটি আসনে এগিয়ে থাকলেও এখন তারা কোনো আসনেই এগিয়ে নেই।
দিল্লি বিধানসভায় জিততে হলে কোনো দলকে ৩৬ আসনে জয় পেতে হবে। এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে মনে হচ্ছে, বিজেপি দিল্লি দখলের পথে। তবে চূড়ান্ত ফলাফলের জন্য ভোট গণনার শেষ পর্যন্ত অপেক্ষা করত হবে।
গত ৫ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভার ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণ শেষে বুথফেরত জরিপে এগিয়ে ছিল বিজেপি। বেশ কয়েকটি বেসরকারি সংস্থার জরিপ অনুযায়ী এবারের নির্বাচনে ৭০ আসনের বিধানসভায় ৪১টি আসনে জয়ী হতে পারে বিজেপি। অন্যদিকে আম আদমি পার্টি পেতে পারে ২৮টি আসন। আর কংগ্রেসের ভাগ্যে জুটতে পারে মাত্র ১টি আসন।
ভারতের নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুসারে, ৬০ শতাংশের বেশি যোগ্য ভোটার এবার ভোট দিয়েছেন। রাজধানী হিসেবে প্রতীকী গুরুত্বের কারণে, দিল্লি জয় উভয় দলের জন্যই একটি মর্যাদার লড়াই। ফেডারেল-শাসিত অঞ্চলটি ২০১৩ সাল থেকে পরিচালিত করছে কেজরিওয়ালের আম আদমি পার্টি।
দিল্লির সবশেষ দুই বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছিল কেজরিওয়ালের আম আদমি পার্টি। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি প্রায় সাড়ে ৫৩ শতাংশ ভোট পেয়ে জিতেছিল ৬২টি আসন। বিজেপি পেয়েছিল মাত্র ৮টি। কংগ্রেসকে ফিরতে হয়েছিল খালি হাতে।
অন্যদিকে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসও দিল্লি বিধানসভা ভোটের প্রতিযোগিতায় রয়েছে, তবে জরিপে তাদের জন্য একটি হতাশাজনক ভবিষ্যদ্বাণী উঠে এসেছে। দলটি ১৯৯৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত দিল্লি শাসন করেছিল, কিন্তু দুর্নীতির অভিযোগের কারণে ক্ষমতাচ্যুত হয়। এর ফলে ভোটাররা এএপির দিকে ঝুঁকে পড়ে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho