
ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবরুদ্ধ পরিস্থিতিতে আরও ২২ ফিলিস্তিনির লাশ উদ্ধার হয়েছে। এর ফলে নিহতের সংখ্যা প্রায় ৪৮ হাজার ২০০ জনে পৌঁছেছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পরও ধ্বংসস্তূপের নিচে মরদেহ উদ্ধারের কার্যক্রম চলছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে গাজায় ৪৮ ঘণ্টায় ৪ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে প্রায় ১ লাখ ১১ হাজার ৬৩৮ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। জাতিসংঘের মতে, ইসরায়েলি হামলার কারণে গাজার ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এবং ৬০% অবকাঠামো ধ্বংস হয়েছে।
জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এ ছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho