হারুন-অর-রশিদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদিস এ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম, থিওলজি এ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী এবং বিভাগের প্রতিষ্ঠানকালীন সভাপতি অধ্যাপক ড. আ.খ.ম ওয়ালী উল্লাহ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন স্মৃতি রোমন্থন ও অনুজদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, রাসুল (সা.) সেই ব্যক্তিত্ব যার উপর কোরআন নাযিল হয়েছে। কোরআনকে ওহি মাতলুহ বলা হয়। আর হাদিসকে গাইরে মাতলুহ বলা হয়। রাসুল (সা.) আমাদের যে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন তা আমাদের দ্বীনের জন্য ব্যয় করতে হবে। আর এ জন্য কোরআনকে বুঝতে হলে হাদিসকে ভালো করে বুঝতে হবে। হাদিসের ছাত্রদের বলতে চাই কুরআন ও হাদিস একসাথে পড়াশোনা করতে হবে। আমরা যে দৃষ্টিভঙ্গিতে হাদিস পড়েছি। আপনারা হয়তো অন্য দৃষ্টিভঙ্গিতে হাদিস পড়েছেন। আমাদের কুরআনের জ্ঞান যথাযথ বুঝতে হলে হাদিসের জ্ঞান অবশ্যই ভালো মানের হতে হবে। আপনাদের অর্জিত জ্ঞানকে দ্বীনের খেদমত তথা মানব কল্যাণ্যের জন্য ব্যয় করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho