
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ইউক্রেনকে ছেড়ে যাবে না এমন নিশ্চয়তা পেলে তিনি যুদ্ধবিরতি সংক্রান্ত যেকোনো আলোচনায় বসতে প্রস্তুত।
গত রবিবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেনে দ্রুত শান্তি স্থাপনের পরিকল্পনায় শুধু যুদ্ধ থামালেই চলবে না, এটাও নিশ্চিত করতে হবে যে ভবিষ্যতে রাশিয়া ইউক্রেনে আর কোনো আগ্রাসন চালাবে না।’
জেলেনস্কি যুক্তরাজ্যভিত্তিক সম্প্রচারমাধ্যম আইটিভিকে বলেন, ‘একটি পুঞ্জীভূত সংঘাত বারবার আরও আগ্রাসনের দিকে নিয়ে যাবে। তাহলে বিজয়ী হিসেবে ইতিহাসে কার নাম লেখা থাকবে? কারও না। এটি সবার জন্যই একটি সম্পূর্ণ পরাজয় হবে, আমাদের জন্য যেমন পরাজয়, তেমনি ট্রাম্পের জন্যও।’
ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ‘যদি এই নিশ্চয়তা থাকে যে আমেরিকা এবং ইউরোপ আমাদের ছেড়ে যাবে না, তারা আমাদের সমর্থন করবে ও নিরাপত্তার নিশ্চয়তা দেবে, তাহলে আমি যেকোনো ধরনের আলোচনার জন্য প্রস্তুত।’
ইউক্রেনীয় প্রেসিডেন্টের এসব মন্তব্যের কিছু সময় পরেই ট্রাম্প জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ করেছেন এবং যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে। এটিই ২০২২ সালের পর পুতিনের সঙ্গে কোনো মার্কিন প্রেসিডেন্টের মধ্যকার স্বীকৃত কথোপকথন।
পুতিনের সঙ্গে ফোনালাপের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘পুতিনের সঙ্গে আমার কথা হয়েছে। শুধু বলব, আমার কথা হয়েছে... এবং আশা করছি আমাদের মধ্যে আরও অনেক আলোচনা হবে। আমাদের এই যুদ্ধ শেষ করতে হবে।’
এদিকে গতকাল সোমবার ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত রাশিয়া ৭ লাখ ৫০ হাজার ৪৯০ সেনা হারিয়েছে। রাশিয়া রীতিমতো এই দাবির বিপরীতে কোনো প্রতিক্রিয়া জানায়নি। সূত্র: দ্য গার্ডিয়ান
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho