প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ৩:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৫, ৮:৫৪ পি.এম
দৌলতদিয়া যৌনপল্লিতে যুবকের আত্মহত্যা

রাজবাড়ী প্রতিনিধি
দেশের বৃহত্তম যৌনপল্লি রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লিতে (পূর্বপাড়া) ফাঁস নিয়ে মামুন (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানাগেছে গেছে।
গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে সাজেদা বেগম নামে এক বাড়িওয়ালীর ভাড়া ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ ও স্থানীয়রা জানান।
মৃত মামুন উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সামসু মাষ্টার পাড়া গ্রামের সামচু মাষ্টারের ছেলে।
জানা গেছে, বাড়িতে মামুনের স্ত্রী-সন্তান রয়েছে। পাশাপাশি যৌনপল্লিতে সুমি আক্তার নামে একটি মেয়ের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। এ নিয়ে তিনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। এছাড়া তিনি নিয়মিত বিভিন্ন মাদক সেবন করতেন। ধারদেনাও ছিল বিভিন্নজনের কাছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরের আড়ার সঙ্গে ঝুলে থাকতে দেখে মামুনের মেয়ে লোক সুমি চিৎকার দেয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ, অতিরিক্ত মাদক সেবন ও হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে প্রকৃত সত্য জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho