
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামী পন্থী শিক্ষক অধ্যাপক ড. এএফএম সাইফুল ইসলামকে নিয়োগ চেষ্টার প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে ওই শিক্ষককে যদি প্রো ভিসি নিয়োগ দেওয়া হয় তাহলে বিশ্ববিদ্যালয় অচল করে হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব যশোরে শহিদ সংবাদিক আরএম সাইফুল আলম মুকুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষনা দিয়েছে শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যবিপ্রবিথর শিক্ষার্থী হাবিবুর রহমান ইমরান জানিয়েছেন, ড. এএফএম সাইফুল ইসলাম পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর হিসেবে পরিচিত চাকরিচ্যুত সাবেক সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের স্বামী। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন “গণতান্ত্রিক শিক্ষক পরিষদেরচ্ নেতা ছিলেন। ২০১৮ সালের নির্বাচনের সময় সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে রাতের ভোটের মূল কারিগর ছিল ড. সাইফুলের স্ত্রী মোছাম্মৎ নাজমানারা খানুম আরা। আওয়ামী শাসনামলে ২০১২ সালে স্ত্রীর লবিংয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পান ড. সাইফুল।
তিনি বলেন, ৫ আগস্টের পর স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের বিভিন্ন জায়গায় পুনর্বাসনের চেষ্টা চলছে। তারই ধারাবাহিকতায় আমাদের বিশ্ববিদ্যালয়েও আওয়ামী দোসর পুনর্বাসন করার চেষ্টা চলছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই, যবিপ্রবিতে কোন স্বৈরাচারের দোসরকে পুনর্বাসন করতে দেওয়া হবে না। স্বৈরাচারের দোসরকে যবিপ্রবিতে নিয়ে আসলে আগামি রবিবার থেকে ক্যাম্পাস অচল করে দেবে শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন যবিপ্রবিথর শিক্ষার্থী মেহেদী হাসান সাব্বির, ইসমাইল হোসেন , মাসুদ রানা, সুমন আলী ও আব্দুল খালেক প্রমুখ।
এর আগে, বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় তারা স্বৈরাচারের ঠিকানা যবিপ্রবিতে হবে না, ড. সাইফুলের ঠিকানা যবিপ্রবিতে হবে না, স্বৈরাচারের দোসরেরা হুশিয়ার সাবধান, বলে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho