
ভালোলাগা আর ভালোবাসার প্রবৃত্তি মানুষের সহজাত। আর এ কারণেই প্রতিদিনই ভালোবাসার জন্য। তবে বিশ্বব্যাপী ১৪ ফেব্রুয়ারি এই দিনটিকে ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। এই দিনে পোশাকে রঙের দিকে বিশেষ নজর দেয়া হয়। অনেকেই এই দিন লাল, গোলাপি কিংবা সাদা রঙের পোশাক পরে। তবে কোন রং কী অর্থ প্রকাহস করে সেটা অনেকেই জানেন না। এলিটের এক প্রতিবেদনে এই বিষয়টি বিস্তারিত উঠে এসেছে।
উনিশ শতকের ইংল্যান্ডে ফ্লরিওগ্রাফি নামে একটি ধারণা প্রচলিত ছিল। এই ধারণায়, কাউকে ফুল পাঠানোর মাধ্যমে মনের গভীরের অনুভূতি প্রকাশ করা হতো। ফুলের রঙের মাধ্যমেই ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ কিংবা বন্ধুত্ব জানানো যেত। শুধু ফুল নয়, ভ্যালেন্টাইনস ডেকে আপনার টেবিল, সাজসজ্জা, রংও প্রিয়জনের কাছে বিশেষ বার্তা পৌঁছে দিতে পারে। আসুন, জেনে নিই এই রংগুলোর অর্থ:
ভালোবাসা দিবসের রঙের অর্থ: যদি আপনি ফুলের দোকান বা কোনো উৎসবের পরিবেশে ঢুকেন, তবে দেখতে পাবেন লাল, সাদা এবং গোলাপি রঙ ভ্যালেন্টাইন্স ডে-এর মূল রঙ। এই দিনটি প্রেম এবং রোমান্সের জন্য নিবেদিত, তাই এই শক্তিশালী রংগুলো এই দিনটির সাথে যুক্ত হয়ে এসেছে।
লাল রঙের অর্থ: ভালোবাসা দিবসে প্রিয়জনকে লাল গোলাপ দেয়া হয় এবং এই রঙের পোশাক পরা হয়। লাল রং ভালোবাসা, রোমান্স এবং ইচ্ছার প্রতীক। এছাড়াও, লাল রং ভারতের মতো কিছু সংস্কৃতিতে সৌভাগ্য এবং বিবাহের সঙ্গেও সম্পর্কিত। লাল বিয়ের পোশাকের জন্য জনপ্রিয়। লাল রং রক্তের সঙ্গে হৃদয়ে ভালোবাসা এবং আবেগের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়।
সাদা রঙের অর্থ: সাদা গোলাপ আপনার ভালোবাসার বিশুদ্ধতা এবং সততা প্রকাশ করে। বর্তমান সময়ে অনেকেই বিয়েতে সাদা রঙের পোশাক পরেন। এর কারণ সাদা রং চিরস্থায়ী ভালোবাসার প্রতীক। এটি আপনার সম্পর্কের স্থায়িত্বের বার্তা দিতে পারে।
সাদা গোলাপ আপনার ভালোবাসার বিশুদ্ধতা এবং সততা প্রকাশ করে। ছবি: সংগৃহীত
লাল এবং সাদা একসঙ্গে যে অর্থ প্রকাশ করে: ভালোবাসা দিবসে অনেকেই লাল এবং সাদা একসঙ্গে পরেন। এটা দুজন-দুজঙ্কে ভালোবেসে একসঙ্গে থাকার অর্থ প্রকাশ করে। এটি আপনাকে স্মরণ করিয়ে দেয় যে আপনি এবং আপনার প্রিয়জন একে অপরের সঙ্গে থাকবেন। আপনারা একসঙ্গে সব সমস্যা মুকাবেলা করতে প্রস্তুত।
গোলাপি রঙের অর্থ: ভালোবাসা দিবসে গোলাপি পোশাকে খুব কম মানুষকে দেখা গেলেও এই রঙও অর্থ বহন করে। গোলাপি রঙের অর্থ প্রেমের এক তরুণ এবং সহজ অনুভূতির প্রতীক। এটি বন্ধুত্ব, সহানুভূতি এবং ভালোবাসার প্রথম দিকের অনুভূতিও প্রকাশ করে।
ভালোবাসা দিবসে অনেকেই বেগুনি রঙের পোশাক পরে। এই রং গোপন ভালোবাসার প্রতীক। ছবি: সংগৃহীত
বেগুনি রঙের অর্থ: ভালোবাসা দিবসে অনেকেই বেগুনি রঙের পোশাক পরে। এই রং গোপন ভালোবাসার প্রতীক। বেগুনি মুলত্ একটি রহস্যময় রং। ভালোবাসার ক্ষেত্রেও এই বেগুনি রহস্য প্রকাশ করে। যদি আপনি কাউকে দীর্ঘদিন গোপনে ভালোবাসেন তাহলে বেগুনি রং বেছে নিতে পারেন।