
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে পাঁচ বাংলাদেশিকে মারধরের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বেলা ২টার দিকে নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতারী সীমান্তে বারোমাসিয়া নদীর ধারে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই সীমান্তে জড়ো হয়ে বিএসএফের বিরুদ্ধে প্রতিবাদ জানায় এলাকাবাসী। ওপারেও ভারতীয় নাগরিকদের জড়ো হতে দেখা গেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল গিয়ে বাংলাদেশিদের সরিয়ে দেয়।
পশ্চিম বালাতারী গ্রামের লোকজনের দাবি, পাঁচজন বাংলাদেশি বিএসএফের মারধরের শিকার হয়েছেন। তাঁরা হলেন শামসুল হক, জাবেদ আলী, কাশেম আলী, রিপন মিয়া ও তাজুল ইসলাম।
মারধরের কারণ সম্পর্কে জানতে চাইলে শামসুল বলেন, ‘কেন আসি মারধর করল তা জানি না। তবে ওদের দিকেও লোকজন জড়ো হইছিল। তাদেরও বিএসএফ মারছে। কী হইছিল তা জানি না।’
বিএসএফের এমন আচরণের প্রতিবাদে এলাকাবাসী সীমান্তে জড়ো হন। খবর পেয়ে বিজিবি ১৫ ব্যাটালিয়নের গোরকমন্ডল ক্যাম্পের হাবিলদার দেলবর হোসেনসহ কয়েকজন বিজিবি সদস্য ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা এলাকাবাসীকে সরিয়ে দেন।
বিএসএফ সদস্যদের বাংলাদেশে ঢোকার কারণ সম্পর্কে কথা হলে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ভারতের সাহেবগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ ক্যাম্পের পাঁচজন বিএসএফ সদস্য সীমান্ত পিলার ৯৩০-এর ৮-এস পিলারের কাছে আসেন। তাঁরা সম্ভবত ভুলে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করেন। এলাকাবাসী শুনছিলেন, ওপারে নতুন বিএসএফ সদস্য এসেছেন। তাঁরা হয়তো এখনো সীমান্ত এলাকা সম্পর্কে ভালো বুঝে উঠতে পারেননি।
মারধরের কারণ সম্পর্কে একটি সূত্র জানায়, সীমান্তে যাওয়া এক চোরাকারবারিকে ধাওয়া করতে গিয়ে বাংলাদেশে প্রবেশ করেন বিএসএফের পাঁচ সদস্য। এ সময় কয়েকজন বাংলাদেশির সঙ্গে মুখোমুখি হলে তাঁদের ওই চোরাকারবারির সহযোগী ভেবে মারধর করেন তাঁরা। তবে এ তথ্যের সমর্থনে আর কারও বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম বলেন, ‘বিএসএফ আদৌ বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। পুরো বিষয় নিয়ে আমরা অনুসন্ধান করছি। বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে সরিয়ে দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho