প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৫, ১:২০ পি.এম
সিরাজগঞ্জে ভোটারের ছবি তুলতে লাইনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষ, আহত ১৫

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলায় হালনাগাদ ভোটার তালিকায় ছবি তুলতে এসে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বগুড়ায় পাঠানো হয়েছে।'
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)। দুপুরে দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন ভোটার তালিকায় ছবি তুলতে এসে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কালিয়া কান্দাপাড়া ও চরবনবাড়িয়া গ্রামের যুবকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়।
এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে সংঘর্ষ দুই গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। এদের মধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ রানা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরো দুইজন সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho