প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ৭:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৫, ১:৫৫ পি.এম
মার্কিন ভিসা নিতে ভারতীয়দের আরো বেশি সময় অপেক্ষা করতে হবে

আমেরিকার ভিসা নবায়নে কড়াকড়ি আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন থেকে মার্কিন ভিসা নিতে ভারতীয়দের আরো বেশি সময় অপেক্ষা করতে হবে। কারণ ভিসা নবায়নের জন্য মার্কিন দূতাবাস, উপদূতাবাসে গিয়ে ইন্টারভিউয়ের প্রক্রিয়া আরো জটিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
ভারতীয় সংবাদমাধ্যম দি ইকোনমিক টাইমসের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে ব্যাবসায়িক প্রয়োজনে যাওয়ার জন্য বি-১ ভিসা প্রয়োজন হয় আর ঘুরতে যাওয়ার সময় লাগে বি-২ ভিসা।
পরিবারের সদস্য বা কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে কিংবা চিকিৎসার প্রয়োজনে আমেরিকা যেতে গেলেও বি-২ ভিসার প্রয়োজন হয়। সাধারণত বি-১ এবং বি-২ ভিসা একই সঙ্গে দেওয়া হয়।এই ভিসা নবায়নের সময়সীমা এখন ১২ মাস করা হয়েছে, যা আগে ছিল ৪৮ মাস। ২০২২ সালের নভেম্বরে ভারতে বি-১, বি-২ ভিসার আবেদন করলে অপেক্ষা করতে হতো ৯৯৯ দিন।
এরপর বি-১, বি-২ ভিসার ইন্টারভিউয়ের জন্য অপেক্ষার সময় কমে প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল। দিল্লি এবং মুম্বাইয়ে এখন এই ভিসার ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে ৪৪০ দিন। চেন্নাইয়ে ৪৩৬ দিন, হায়দরাবাদে ৪২৯ দিন, কলকাতায় ৪১৫ দিন। এবার নবায়নের সময়সীমা কমিয়ে দেওয়ার ফলে আমেরিকার দূতাবাসে আবেদনকারীর ভিড় আরো বৃদ্ধি পাবে।
যারা আগে ভিসার মেয়াদ শেষ হওয়ার চার বছরের মধ্যে নবায়নের আবেদন করেছিলেন, তারা এখন এক বছরের মধ্যে নবায়নের জন্য বাধ্য হবেন। ফলে ইন্টারভিউয়ের তারিখ পেতে আরো সমস্যা হবে। আরো বেশিদিন অপেক্ষা করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho