প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ৯:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৫, ৭:২৪ পি.এম
শ্রীমঙ্গলে সার্বজনীন শ্মশানকালী মন্দিরে চুরির ঘটনায় দুই চোর আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
শ্রীমঙ্গলে শাপলাবাগ এলাকার সার্বজনীন শ্মশানঘাট কালী মন্দিরে টিন কেটে চুরির ঘটনায় দুই চুর ও মন্দির কাজে ব্যবহার তিনটি পিতলের বাটি এবং দান বাক্স সহ নগদ অর্থ উদ্ধার করতে সক্ষম হয় থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানার এস আই সজীব চৌধুরীসহ থানার একটি দল অভিযান পরিচালনা করে চুরির ঘটনায় জড়িত উপজেলার কালিঘাট রোডের বাসিন্দা মৃত আব্দুল খালেক এর ছেলে শ্রাবন (১৯) ও সোনার বাংলা রোডের বাসিন্দা মৃত সমছু মিয়ার ছেলে মুজিবুর রহমান (২৫) কে গ্রেপ্তার করে শনিবার আদালতে প্রেরণ করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম এবিষয়ে নিশ্চিত করে জানান, দুই চুর নগদ অর্থ ও কিছু মালামাল পাওয়া যায়। অন্যান্য জিনিসপত্রের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
গত মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের শাপলাবাগ এলাকার সার্বজনীন শ্মশানঘাট মন্দিরের টিনের চাল কেটে চুরি হয়েছে।
সকালে মন্দিরের পুরোহিত মন্দিরের দরজা খুলে ভিতরে ঢুকতেই চরোক গাছ, দেখেন টিনের চাল কাটা পূজার সরঞ্জাম, স্বর্ণালংকারসহ প্রণামীর বাক্স সহ কিছু নেই।
পুরোহিত বিষয়টি পূজা কমিটিকে জানালে কমিটির সদস্যবৃন্দ পুলিশকে খবর দেন।
খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজখবর নেন।
এছাড়াও খবর পেয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য প্রীতম দাশ মন্দির পরিদর্শন করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho