প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ১২:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৫, ৭:২৮ পি.এম
বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বকশীগঞ্জ উপজেলা ও পৌর শাখার দ্বি- বার্ষিক সম্মেলন স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ব্যানারে পৌর শহরের মধ্য বাজার থেকে বিক্ষোভ মিছির বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মধ্য বাজার পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তারুকদার।
এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কায়ুম
সাবেক উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক রকিবুল ইসলাম বাবুল,উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক মাইনুল ইসলাম,উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক শিউলি আক্তার শান্তি, সাবেক উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও সাবেক ভিপি হাফিজুর রহমান উজ্জল, সাবেক উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক সামছুল আলম, পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক আব্দুল আল সাফি লিপন,উপজেলা শ্রমিক দলের সভাপতি কাইছার আমিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেলসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতা কর্মীরা।
এসময় বক্তারা আগামি ১৮ ফেব্রুআরি মঙ্গলবার জাতীয়তাবাদী দল বিএনপির বকশীগঞ্জ উপজেলা ও পৌর শাখার দ্বি- বার্ষিক সম্মেলন স্থগিতের দাবি তোলের সেই সাথে বক্তারা আরো বলেন বিএপির একটি সাংগঠনিক কাঠামো অনুয়ায়ি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলপ্তি করে নতুন ভাবে আবার কর্মী সম্মেলন করে ওয়ার্ড কমিটির করতে হবে। ওয়ার্ড কমিটির করে তারপর ইউনিয়ন কমিটি করে। তার পরে সম্মেলন করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho