প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ১০:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৫, ৯:২৫ পি.এম
যশোরে লেখক শিবিরের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

যশোর অফিস
যশোরে লেখক শিবিরের বার্ষিক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে যশোর রাজারহাট ক্ষণিকা পিকনিক স্পটে এ সম্মেলনের আয়োজন করা হয়।
বার্ষিক সম্মিলন উপলক্ষে "আপনার দৃষ্টিতে জুলাই-আগষ্ট ২০২৪ এর গণঅভ্যুত্থান" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন লেখক শিবিরের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরী, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, জাহাঙ্গীর ফিরোজ, শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশিদ, ওহেদুজ্জামান, সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস, মুক্তার আলী, ডক্টর হাসান মেহেদী।
আরো বক্তব্য দেন লেখক শিবিরের জেলা কমিটির সাধারণ সম্পাদক মিলন বিশ্বাস, মামুন আজাদ, বিমল রায়, শাহরিয়ার আমীর, সোহেল রানা, নাজমুল ইসলাম লিটন, অপু বালা, আরাফাত হোসেন। সংগীত পরিবেশন করেন সেলিম রেজা প্রমুখ। সঞ্চালনা করেন যশোর লেখক শিবিরের জেলা কমিটির লেখক সদস্য এমএ গফুর ও নাজমুল ইসলাম লিটন । সভাপতিত্ব করেন লেখক শিবিরের জেলা কমিটির সহ সভাপতি আবদুল আলীম।
এ সময় বক্তারা বলেন, যারা জুলাই বিপ্লব ঘটিয়েছে তাদের চাওয়া পাওয়া নেই। একটা ফ্যাসিস্ট সরকারের দখল থেকে মানুষ যে মুক্তি পেয়েছে এটাই জাতির জন্য বড় পাওয়া। আর এক বক্তা বলেন, ২৪' এর গণঅভ্যুত্থান কি আসলেই জাতির মুক্তি দিয়েছে। এটাই কি শেষ গণঅভ্যুত্থান? না আবার করতে হবে।
তারা বলেন, আগে শোষক শ্রেণির মানুষের হাত থেকে দেশ ও জাতিকে উদ্ধার করতে হবে। তাহলেই জুলাই গণঅভ্যুত্থানের সফলতা আসবে।
একই সাথে সংগঠনের উদ্যোকে বার্ষিক বনভোজনেরও আয়োজন করা হয়। এতে লেখক, গবেষক, কবি, সাহিত্যিক, শিক্ষক, আইনজীবী, শ্রমিকসহ সমমনা নানা শ্রেণির মানুষ অংশ নেন। এতে বিশেষভাবে সহযোগিতা করেন অ্যাডভোকেট হারুন অর রশিদ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho