প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ১২:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৫, ৯:৪৮ এ.এম
যশোর বাগডাঙ্গা গ্রামে মৌমাছির আক্রমণে আহত ২০

যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে মৌমাছির আক্রমণে অন্ততপক্ষে ২০ জন। ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেলে এই ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তিকৃতরা, ওই বাগডাঙ্গা গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র রিফাত (২৬), নুরুল ইসলামের পুত্র নাজমুল হোসেন রকি (২৪), রাফিদের সূত্র হাসানুর (১৮), আলতাব হোসেন (৫০) কুয়াদা গ্রামের নূর মোহাম্মদের পুত্র মনির হোসেন (৩০)। আহত আলতাফ হোসেন সহ অন্যান্যরা জানিয়েছেন, গতকাল রোববার বিকেল চারটার দিকে গ্রামের লোকজন যে যার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় গ্রামের প্রায় অর্ধেক অংশ জুড়ে বৃহৎ একটি মৌমাছির দল উড়ে ওই গ্রামে আসে। ওই মৌমাছির দলে হাজার হাজার লাখ লাখ মৌমাছি ছিল। বৃহৎ মৌমাছি দল গ্রামে যাকে সামনে পেয়েছে তাকে কামড় দিয়ে " হুল' সামনে পেয়েছে। তাকে কামড় দিয়ে বিষাক্ত হুল ফুটিয়ে দেয়। বিষাক্ত ফুলের যন্ত্রণায় গ্রামবাসীদের অনেকে আহত হন।
আলতাফ হোসেন আরো জানিয়েছেন, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তাদেরকে কেবল যশোর ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি যারা মৌমাছির কামড়ে আতর হয়েছেন, তাদের অবস্থা তেমনি গুরুতর না হয় নিজ নিজ বাড়িতে রয়েছে। এদের সংখ্যা হবে কমপক্ষে ২০ জন। এছাড়া অন্য যাদের মৌমাছি থেকে কামড়িয়েছে, তাদের প্রকৃত সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে মৌমাছির ভয়ে বাগডাঙ্গা গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানিছেন আলতাব হোসেন।
হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ ডাঃ বিচিত্র মল্লিক জানিয়েছেন, রোগীদের কাছে তিনি শুনেছেন গ্রামের অনেক লোককে কামড়িয়েছে মৌমাছিতে। তবে গুরুতর অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হলে তিনি তাদের ভর্তি করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho