প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৮:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৫, ৮:৫৮ পি.এম
শ্রীমঙ্গলে বিনা লাভের বাজারের দ্বিতীয় শাখার উদ্বোধন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিনা লাভের বাজারের দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে পৌর শহরের হবিগঞ্জ সড়কের গদার বাজারে এ শাখার উদ্বোধন করা হয়। এসময় বাজার উদ্বোধন করেন পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু। এর আগে তিনি গত নভেম্বর মাসে শহরের নতুন বাজারে প্রথম শাখার উদ্বোধন করা হয়েছিল। যা থেকে সমাজের প্রান্তিক ও সাধারণ শ্রেণীর লোকজন কম মূল্যে ভোগ্যপণ্য ক্রয় করে উপকৃত হচ্ছেন বলে উপকার ভোগীরা জানান।
এ ব্যাপারে মহসিন মিয়া মধু জানান, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মধ্যবিত্ত শ্রেণীর লোকজন কষ্টে রয়েছেন। তাদের কথা ভেবে বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে ক্রয়মূল্যে আমার তত্ত্বাবধানে এরিমধ্যে দুটি বাজার চালু করা হয়েছে। যা থেকে লোকজন পণ্যদ্রব্য ক্রয় করে জীবিকা নির্বাহে উপকৃত হচ্ছেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho