সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যশোরসহ ৪ জেলার পুলিশ সুপার প্রত্যাহার

পুলিশ সুপার জিয়া উদ্দিন আহম্মেদ।

যশোর, নীলফামারী, কক্সবাজার ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে আগামী কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করার নির্দেশনাও দেয়া হয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) কাজী মো. ফজলুল করিম স্বাক্ষরিত পুলিশ হেডকোয়াটার্সের প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুক হক সাগর গণমাধ্যমকে বলেন, প্রত্যাহার হওয়া চার জেলার এসপিকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তরে পৃথক ওই নির্দেশনায় বলা হয়েছে, যশোর জেলার পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ, নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, কক্সবাজার জেলার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান তাদের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন।

জনপ্রিয়

পলিথিন-প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

যশোরসহ ৪ জেলার পুলিশ সুপার প্রত্যাহার

প্রকাশের সময় : ০৯:৪২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

যশোর, নীলফামারী, কক্সবাজার ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে আগামী কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করার নির্দেশনাও দেয়া হয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) কাজী মো. ফজলুল করিম স্বাক্ষরিত পুলিশ হেডকোয়াটার্সের প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুক হক সাগর গণমাধ্যমকে বলেন, প্রত্যাহার হওয়া চার জেলার এসপিকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তরে পৃথক ওই নির্দেশনায় বলা হয়েছে, যশোর জেলার পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ, নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, কক্সবাজার জেলার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান তাদের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন।