
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিমের উপর হামলাকারীদের গ্রেপ্তার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা রিপোটার্স ক্লাব।
এ উপলক্ষে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
রাজবাড়ী জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তৃতা করেন, রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. খান মোঃ জহুরুল হক, সাবেক সহ-সভাপতি মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আসজাদ হোসেন আজু, মেহেদী হাসান, মাসুদ রেজা শিশির, যুগ্ম সম্পাদক রুবেলুর রহমান, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, রাজবাড়ী জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, চ্যানেল টুয়েন্টিফোরের রাজবাড়ী প্রতিনিধি সুমন কুমার বিশ্বাস, বিজয় টিভির রাজবাড়ী প্রতিনিধি শেখ আলী আল মামুন সহ রাজবাড়ী জেলায় কর্মরত বিভিন্ন পত্রিকায় কর্মরত গণমাধ্যম কর্মীগণ বক্তৃতা করেন। বক্তারা অবিলম্বে সাংবাদিকের উপর হামলার ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বালু মহাল ইজারা প্রদানের সিডিউল দাখিলের সময় দুই পক্ষের মারামারির ভিডিও ধারণের সময় দুর্বৃত্তরা ইমরান হোসেন মনিমকে মারপিট ও আহত করে। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে সদর থানায় মামলা দায়ের করা হয়।