
সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবিতে বাগেরহাটে জামায়াত ইসলামী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।
বিকেল ৩ টায় খুলনা পিরোজপুর মহাসড়কের মেগনীতলা থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দশানী এসে এক সংক্ষিপ্ত সমাবেশ এর মধ্য দিয়ে শেষ হয়। বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম,সেক্রেটারী মুহাম্মদ ইউনূস।বাগেরহাটের ৪ টি সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী।বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতা,কর্মী ও সমর্থক এতে অংশ নেন। বক্তারা এসময়ে এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবী করেন।অন্যথায় কঠোর কর্মসূচীর ঘোষনা দেন।