প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ১০:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৫, ৩:২৬ পি.এম
ঐতিহ্যবাহী ছতুরা দরবার শরীফের ৬৮ তম ইছালে সওয়াব মাহফিল সম্পন্ন

ভারতীয় উপমহাদেশের বরেণ্য শিক্ষাবিদ ও ফুরফুরা সিলসিলার অন্যতম খলিফা, আধ্যাত্ম জগতের জ্যোতিষ্ক, হজরতুল্লামা শাহ সুফি অধ্যাপক আবদুল খালেক এম,এ (রহ.)’র ৬৮ তম ইছালে ছাওয়াব মাহফিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছতুরা দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব এয়ার কমোডর অবঃ জাহিদ কুদ্দুস (মা.জি.আ.)-র সভাপতিত্বে সম্পন্ন হয়। এতে ছতুরা দরবার শরীফের পক্ষ হতে অধ্যাপক (রহ.)-এর লিখিত গ্রন্থ সাইয়েদুল মুরছালিন ও সিরাজুস ছালেকিনের আলোকে শরিয়ত ও তরিক্বতের দিকনির্দেশনামূলক সুদীর্ঘ আলোচনা করেন, পীরজাদা আলহাজ্ব সুফি আশেক হোসেন (মা.জি.আ.)। আলোচক ছিলেন, সোনাকান্দা দরবার শরীফের বর্তমান গদীনসিন পীর অধ্যক্ষ মাওলানা মাহমুদুর রহমান, ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি মুহাম্মাদ আবুল কাশেম ফজলুল হক, তরুণ আলেমেদ্বীন সৈয়দ হাসান আল-আযহারী, চট্টগ্রাম খতিবের হাট কাদেরিয়া তৈয়্যবিয়া মসজিদের খতিব হাফেজ ক্বারী মুফতি মুহাম্মাদ গোলাম কিবরিয়া প্রমুখ। বক্তারা বলেন, অধ্যাপক মাওলানা শাহ সুফি আলহাজ্ব আবদুল খালেক এম, এ (রহ.)- বাংলাদেশের একজন ক্ষণজন্মা মহাপুরুষ। তিনি একাধারে শিক্ষকতা ও দক্ষ প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন, ফেনী কলেজ, কলকাতা প্রেসিডেন্সি কলেজ, কলকাতা লেডি ব্র্যাবোর্ন কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ এবং ইডেন কলেজ। তাছাড়া তিনি, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান কর্তৃক ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত ইসলামি আইন পরিষদ বোর্ড ‘তালিমাত-ই-ইসলামিয়’ এর সদস্য এবং ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি- বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানসহ বিভিন্ন দেশের তরিক্বতের খেদমতের আঞ্জাম দিয়েছেন। বিশ্বের বহু দেশে তাঁর সিলসিলার কার্যক্রম এখনোও চলমান। সাইয়েদুল মুরছালিন ও সিরাজুস ছালেকিন তাঁর বিখ্যাত গ্রন্থ। কবি ফররুখ আহমদ ছিলেন, তাঁর অনুরক্ত। অধ্যাপক সাহেবের ধর্মীয় চেতনায় এবং আধ্যাত্মিকতায় প্রভাবিত হয়ে কমরেড থেকে সুফিধারাতে সংযুক্ত হয়েছিলেন। অনুষ্ঠান উপলক্ষ্যে কর্মসূচির মধ্যে ছিলো- খতমে কুরআন, হিফজ সমাপনী শিক্ষার্থীদের পাগড়ী পরিধান, জিয়ারত, বয়ান, তা’লীম, তসবিহ, তাহলিল, হামদ, নাত, জিকির-আজকার, মিলাদ-ক্বিয়াম ও তাবারুক বিতরণ। এ অনুষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য সম‚হের মধ্যে যে জিনিসটি বেশি চোখে পড়ে তাহলো লক্ষাধিক মানুষের মাঝে নেই কোন শৃঙ্খলার অভাব। সবাই সারিবদ্ধভাবে বসে বা দাঁড়িয়ে খুবই চুপচাপভাবে ওয়াজ-নসিহত শ্রবণ করে থাকে এবং ছতুরা গ্রামের প্রতিটি ঘরেঘরে আনন্দের আমেজ বয়ে যায়। প্রত্যেকের ছেলে-মেয়ে, নাতিনাতনি ও আত্মীয়-স্বজন মাহফিল উপলক্ষ্যে ছতুরা গ্রামে ছুটে আসেন এবং গ্রামের প্রতিটি ঘরে মাহফিলে আগত মেহমানদের স্বেচ্ছায় মেহমানদারি করান এবং গ্রামের প্রতিটি পরিবার ১০-২০ জন মেহমানদের মেহমানদারি এবং রাত্রিযাপনের ব্যবস্থা করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho