প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ২:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৫, ৮:৩২ পি.এম
কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী সমিতির দোয়া ও মিলাদ মাহফিল
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো
সদ্য প্রয়াত কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতি লিঃ এর সাবেক সহ-সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা মোঃ কাঞ্চন এর মৃত্যু উপলক্ষে কেরানীগঞ্জ জেলা পরিষদ মার্কেট মসজিদে আজ বৃহস্পতিবার দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় । মিলাদ মাহফিলে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি হাজী আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক শওকত হোসেন সোনা মিয়া সহ সমিতির কর্মকর্তা ও সদস্যরা সহ এলাকার সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন ।
দোয়া মাহফিলে এক সংক্ষিপ্ত বক্তব্যে সমিতির সভাপতি হাজী আনোয়ার হোসেন বলেন,
কাঞ্চন ভাই ছিলেন কেরানীগঞ্জ ব্যবসায়ী সমিতির একজন পরিশ্রমী নেতা ।
বয়স তাকে হার মানাতে পারেনি। এলাকার ব্যবসায়ীদের সুখে-দুখে তিনি সবসময় এগিয়ে এসেছেন । উপদেষ্টা হওয়ার পর তিনি নিয়মিত তার প্রিয় প্রতিষ্ঠান কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী সমিতিতে প্রতিদিনের মতোই নিঃস্বার্থভাবে সমিতির কার্যক্রম পরিচালনা করেছেন । হঠাৎ করেই তিনি মৃত্যুবরণ করায় সমিতির অপুরনীয় ক্ষতি হয়েছে । তিনি কাঞ্চন ব্যাপারীর রুহের মাগফেরাত কামনা সহ তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন কাঞ্চন ভাই এর মত নিঃস্বার্থপর নেতা প্রয়োজন রয়েছে আমাদের ।
সবাইকে তার জন্য দোয়া করার আহ্বান জানান ।
দোয়া পরিচালনা করেন জেলা পরিষদ মার্কেট মসজিদের সম্মানিত খতিব মহোদয় ।
এলাকার ব্যবসায়ীরা জানিয়েছেন, কাঞ্চন ব্যাপারী ছিলেন দীর্ঘদিনের সমিতির প্রবীণ সদস্য।
তিনি সমিতির সহ-সভাপতি দায়িত্ব পালন করেছিলেন । এরপর তিনি বর্তমান কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রতিদিন সমিতিতে এসে বিভিন্ন কাজের তদারকি সহ সার্বিক সহযোগিতা করতেন ।
এলাকার ছোট বড় সবাই তাকে যথেষ্ট সম্মান করতেন।
গুনি এই ব্যক্তির মৃত্যুতে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকার ব্যবসায়ীরা তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho