
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম- রাজনৈতিক দলগুলোকে ‘মাই ম্যান’র রাজনীতি বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তারুণ্যের উৎসবে যোগ দিয়ে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে তিনি এই আহ্বান জানান।
সারজিস বলেন, ‘ছয় মাস পেরিয়ে গেল, আমরা কিন্তু প্রত্যাশিত সংস্কার দেখছি না। এটা অন্তর্বর্তী সরকার কিংবা কোনো নির্বাচিত সরকার করতে পারবে না, যদি না আমরা সাধারণ মানুষ তাদের সহযোগিতা করি।’
তিনি বলেন, ‘অল্প সময়ের মধ্যে আম জনতার বিশাল একটা অংশকে শুধু ব্যক্তি স্বার্থের জন্য যে লেভেলের তোষামোদি করতে দেখলাম, সেটা আমাদের জন্য লজ্জার। নিজের একটা প্রমোশন, ভালো একটা সুযোগ পাওয়ার জন্য যত রকম তোষামোদি করা যায় তাই করে। সবাইকে এই তোষামোদি বন্ধ করতে হবে—যোগ করেন তিনি।
নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক আরও বলেন, রাজনৈতিক দলগুলো এটা চিন্তা করে না যে, কোন মানুষটাকে চেয়ারে বসালে দেশের ভালো হবে। তারা তার আগে এটা চিন্তা করে, যে মানুষটাকে চেয়ারে বসাচ্ছি সে আমার লোক কি না। এই ‘মাই ম্যান’র রাজনীতি বাদ দিয়ে ‘জনগণের ম্যান’র রাজনীতি করতে হবে।
জুলাই আগস্টের ফ্যাসিস্টদের দোসররা এখনো রয়ে গেছে অভিযোগ করে সারজিস বলেন, ‘যদি আগামীতে কারও কাজ ফ্যাসিস্ট আচরণের বহিঃপ্রকাশ ঘটায় তবে তাদের বিরুদ্ধে লড়াই চলবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho