প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৭, ২০২৬, ১:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৫, ৩:৩৪ পি.এম
শরণখোলার শহীদ তিতুমীর একাডেমিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলার শহীদ তিতুমীর একাডেমিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি একাডেমি চত্বর থেকে শুরু হয়ে তাফালবাড়ি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুলে এসে শেষ হয়।
পরে একাডেমির হলরুমে ভাষা শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। ভাষা আন্দোলনের গুরুত্ব ও শহীদদের আত্মত্যাগ নিয়ে আলোচনা করা হয়। এছাড়া অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, বক্তব্য প্রতিযোগিতা এবং অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন, প্রধান শিক্ষিকা রিফাত জাহান মিতু, শিক্ষক নাজমুল ইসলাম, তাপস শিকদার,শিক্ষক তাইজুল ইসলাম জুয়েল,শিক্ষক মিরাজ ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা মাতৃভাষার গুরুত্ব এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের স্বাধীনতার পথপ্রদর্শক। ভবিষ্যত প্রজন্মকে ভাষা শহীদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে মাতৃভাষা ও দেশের জন্য কাজ করার আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho