
বিশ্ববাজারে ডলারের আধিপত্য ধরে রাখতে ব্রিকস জোটের দেশগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডলারের বিকল্প অন্য কোনো মুদ্রা চালুর কথা চিন্তা করলেই ১৫০ শতাংশ শুল্ক আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। একইসঙ্গে ব্রিকস সদস্যদের সঙ্গে কোনো ধরনের বাণিজ্য করবেন না বলেও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানী ওয়াশিংটন ডিসির রিপাবলিকান গভর্নরের অ্যাসোসিয়েশন এক সভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ট্রাম্প।
তিনি বলেন, ব্রিকস ডলারের বাজার ধ্বংসের চেষ্টা করছে। তারা একটি নতুন মুদ্রার প্রচলন করতে চায়। সম্ভবত, চীনা ইউয়ান ব্যবহারে আগ্রহী তারা।
অবশ্য, ট্রাম্পের এ হুঁশিয়ারির পর এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ব্রিকসের সদস্য দেশগুলো।
পশ্চিমা বলয় থেকে নিষ্কৃতি পেতে ২০২৩ সালে ডলারের পরিবর্তে নতুন অভিন্ন মুদ্রা প্রচলনের প্রস্তাব করেন ব্রিকসের সদস্য দেশ ব্রাজিল, চীন, ভারত, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার নেতারা। আর সেখান থেকেই সূত্রপাত ব্রিকস ও যুক্তরাষ্ট্রের সরাসরি দ্বন্দ্বের।
শুধু ব্রিকসকে হুঁশিয়ারি দিয়ে ক্ষান্ত হননি ট্রাম্প। টিপ্পনি কাটেন কানাডাকেও। তিনি বলেন, অটোমোবাইল, তেল, গ্যাসসহ পুরো দেশের ৯৫ শতাংশ পণ্য যুক্তরাষ্ট্র থেকে নেয় কানাডা। সে হিসেবে কানাডা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে গেছে। কানাডার বাসিন্দারা তাদের জাতীয় সংগীত পছন্দ করেন। এ বিষয়ে সামনে আমরা একটি চুক্তি করব। আমার মনে হয়, যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যের জাতীয় সংগীত হিসেবেও কানাডা গানটা আমরা রাখতে পারি।
একইদিন মার্কিন শিক্ষা ব্যবস্থা নিয়েও কথা বলেন ট্রাম্প। নরওয়ে, ডেনমার্ক এবং সুইডেনের মতো যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা অনেক ভালো হবে বলে আশ্বাস দেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho