প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৯:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৫, ১০:১৪ এ.এম
মৌলভীবাজারে মহান শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উদযাপন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে নানান কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সর্বস্থরের মানুষের ঢল নামে। এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’গানের সুর বাজতে থাকে। ফুলে ফুলে ভরে উঠে শহীদ বেদী।
রাত ১২টা ১ মিনিটে একে একে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসকের পক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছাম্মদ শাহিনা রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ,পুলিশ সুপার কে এম জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাজ উদ্দিন,জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন,সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, এদিকে শ্রীমঙ্গলে পৌরসভা শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তরা, শ্রীমঙ্গল থানা পুলিশের দল, রেপিড একশ্যান ব্যাটালিয়ন-৯ এর একটি দল, রেলওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, রাজনৈতিক ব্যক্তিত্ব মহসিন মিয়া মধু এর পক্ষে ছাত্রদল, যুবদল বিএনপি এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। জালাল উদ্দিন জিপুর সাবেক ছাত্রদল সভাপতি ও বর্তমান শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনে মনোনয়ন প্রত্যাশী প্রভাত ফেরির প্রথম মূহুর্তে তার অনুসারীদের নিয়ে পৌরসভা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, এর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বিদ্যালয় থেকে আসা ছাত্র ছাত্রীদের দেখা মিলে।
প্রেসক্লাব, জেলা বিএনপি, উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদল,কৃষকদল, ফায়ার সার্ভিস,
জনস্বাস্থ্য প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, বিদ্ৎু উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, গণঃপুর্ত বিভাগ, সদর হাসপাতাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন।
দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho