প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ৫:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৫, ৯:৩২ পি.এম
বোয়ালখালীতে জ্যাকেট ফ্যাক্টরিতে আগুন, ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে

ইসমাইল ইমন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রামের পূর্ব কালুরঘাট বোয়ালখালী এলাকায় জ্যাকেট তৈরির কারখানা এভালন গার্মেন্টসে হঠাৎ আগুন।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আরাকান সড়কের পূর্ব কালুরঘাটে উৎসুক জনতার ভীড়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। খবর পেয়ে ছুটে আসতে থাকে কারাখানায় কর্মরতদের আত্মীয়-স্বজনরা।
তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
কারখানাটির কোয়ালিটি সুপারভাইজার মো.ইব্রাহিম জানান, কারখানার ৪র্থ তলা থেকে আগুন লেগেছে। কোনো ফ্লোরে লোক নেই। সকলেই নিরাপদে নেমে গেছেন। ৪র্থ তলায় কাপড় রয়েছে। এই কারখানায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন।
ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স চট্টগ্রাম জোনের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, আগুন ঘটনার পর পর প্রথমে বোয়ালখালী ও কালুরঘাট ফায়ার সার্ভিস সহ আরও ৪টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কারখানার ৪ তলায় আগুন যেনো অন্য তলায় যেতে না পারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, আগুন লাগার বিষয়ে তদন্তপূর্বক বিস্তারিত জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিস কতৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho