প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ৫:১০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৫, ৯:৫৩ এ.এম
দীঘি আউট পূজা ইন

বর্তমান সময়ের জনপ্রিয় দুই চিত্রনায়িকা পূজা চেরি ও প্রার্থনা দীঘি। দুজনই সমান গতিতে কাজ করে যাচ্ছেন। এবার এক সিনেমা নিয়ে কাজের পরীক্ষায় যেন দিতে হলো দুজনকে। একটি সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা হলেও জায়গা হারালেন দীঘি। সেই জায়গাটিতে যুক্ত হলেন পূজা চেরি।
‘টগর’ নামের মারকুটে সিনেমায় জুটিবদ্ধ হয়েছিলেন আদর আজাদ ও দীঘি। জানুয়ারির ১ তারিখে তারকাজুটিকে নিয়ে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করা হয়।
কিন্তু মাস গড়াতেই এক মাসের ব্যবধানে, শনিবার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত সিনেমার মোশন পোস্টারে দেখা গেলো দীঘির জায়গায় পূজাকে!
বিষয়টি নিয়ে নির্মাতা আলোক হাসান বলেন, আদরের বিপরীতে এরমধ্যে দীঘি বাদ পড়েছেন। যুক্ত হয়েছেন পূজা। এতে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।
এরমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ২৫ ফেব্রুয়ারি থেকে ক্যামেরা ওপেন হলেও শুটিংয়ের উদ্দেশ্যে গোটা ইউনিট ঢাকা ছেড়েছে দু’দিন আগেই।
নায়িকা পরিবর্তন প্রসঙ্গে আলোক হাসান বলেন, ‘একাধিক কারণে আমরা নায়িকা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। তবে পেছনের বিষয় নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমি মনে করি পূজা চেরিকে এই প্রজেক্টে যুক্ত করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। এখন দ্রুত কাজটি শেষ করতে চাই।’
এদিকে নায়ক আদর আজাদ বলেন, ‘আসলে গত চার মাস যাবত এই প্রজেক্টের সঙ্গে ওঠা-বসা। মাঝখানে কেবল ‘পিনিক’র শুট করেছি। অবশেষে ক্যামেরা ওপেন হচ্ছে ‘টগর’-এর, এটা খুশির খবর। সিনেমাটি নিয়ে আমরা দারুণ আশাবাদী।’
দীঘির সিনেমায় নিজের যুক্ত হওয়া প্রসঙ্গে পূজা চেরি বলেন, ‘আলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। অ্যানাউন্সমেন্ট টিজারে ভিন্ন কাস্টিং-এর কারণে আমি নিজেও কাজটিতে পরে যুক্ত হতে চাইনি। তবে পরবর্তীতে টিম আমাকে বুঝাতে সমর্থ হয়, আমারও গল্পটি পছন্দ হওয়ায় রাজি হয়ে যাই।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho