মতলব (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালীপুর উ”চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২২ জানুয়ারী দুপুরে স্কুল এন্ড কলেজে মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন-সেতু মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও কালীপুর উ”চ বিদ্যালয় ও কলেজের গর্ভণিংবডির সভাপতি ভিখারুদ্দৌলা চৌধুরী।
তিনি বলেন, কালীপুর স্কুল এন্ড কলেজে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের অনেক সুনাম রয়েছে, আশাকরি ভবিষ্যতে আরো আরো ভালো করতে হবে। তিনি আরও বলেন, শুধু লেখাপড়া করে ভালো রেজাল্ট করলে হবে না, ভালো মানুষও তৈরি করতে হবে। সমাজে ভালো মানুষের বড়ই অভাব। আমি আশাবাদী তোমরা একদিন আলোকিত মানুষ হয়ে সমাজ ও দেশ গঠনে অগ্রনী ভূমিকা পালন করবে। আমরা সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। আমাদের তরুন প্রজন্মকে একজন আদর্শ ও সুনাগরিক হিসেব প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করতে চাই।
যুগ্ম-সচিব ও কালীপুর উ”চ বিদ্যালয় ও কলেজের গর্ভণিংবডির সভাপতি ভিখারুদ্দৌলা চৌধুরী আরও বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। এবং আমাদের কাছে অভিযোগ এবং সমস্যা জানাতে হবে।
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের যেমন দায়িত্ব¡ রয়েছে, তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত¡াবধানে তাদের মেধা বিকশিত হতে পারে। অভিভাবক এবং শিক্ষক উভয়র প্রচেষ্টা একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশিলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে ৩ মাস অন্তর অন্তর এ ধরণের অভিভাবক সমাবেশ করতে হবে। এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে। ইতিমধ্যে আমরা শিক্ষর্থীদের দাবীর পরিপেক্ষিতে সকল কার্যক্রম বাস্তবায়ন করছি।
কালিপুর উ”চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক এইচএম শরীফ হোসেনের পরিচালনায় আরও বক্তব্য দেন - সমাজ সেবক খলিলুর রহমান ঢালী,কালীপুর স্কুল এন্ড কলেজের গর্ভণিংবডির সদস্য ও মতলব উত্তর উপজেলা সে”ছাসেবকদলের আহবায়ক মোঃ শাহজালাল প্রধান,কালিপুর উ”চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হক, ,ছেংগারচর ডিগ্রি কলেজের প্রভাষক কামরুন হাসান, সমাজ সেবক ইঞ্জিনিয়ার. রবিউল আলম, বিশিষ্ট ব্যাবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ শাহ আলম ভূইয়া, বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জসিম উদ্দিন, সমাজ সেবক ছমীর আলী মেম্বার, বশিরুল হক বা”চু মিয়াজী,হানিফ ভূঁইয়া, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সজিব আহম্মেদ,শিক্ষার্থী তালহা জুবায়ের, আইরিন চৌধুরী জিহাদুল ইসলাম,সাকিব হোসেন প্রমূখ । অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপ¯ি’ত ছিলেন। উল্লেখ্য অভিভাবক সমাবেশে অভিভাবকগন উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho