
বাংলাদেশকে নেতিবাচকতা না ছড়ানোর আহ্বান জানানোর পর এবার সম্পর্কের ধরণ সম্পর্কে পরামর্শ দিল ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশ কী ধরনের সম্পর্ক চায়, তা বাংলাদেশকেই ঠিক করতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতকাল রবিবার নয়াদিল্লি বিশ্ববিদ্যালয়ে সাহিত্য উৎসবে যোগ দিয়েছিলেন এস জয়শঙ্কর। সেখানে দেওয়া বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
এস জয়শঙ্কর বাংলাদেশকে উদ্দেশ্য করে বলেন, আপনি প্রতিদিন অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দোষারোপ করবেন আবার ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইবেন, তা হতে পারে না।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কেউ না কেউ প্রতিদিন বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দোষারোপ করে। কিন্তু আপনি প্রতিবেদনগুলো যদি দেখেন, অভিযোগগুলো একবারেই হাস্যকর। একদিকে আপনি সুসম্পর্ক চাইবেন, আবার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেদের সমস্যার জন্য ভারতকে দোষারোপ করবেন, তা হতে পারে না। বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায়।
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে দুটি সমস্যার কথা তুলে ধরেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। তার একটি হচ্ছে সংখ্যালঘুদের ওপর নির্যাতন। এস জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলা সত্যিকার অর্থেই আমাদের উদ্বিগ্ন করে। এটি এমন একটি বিষয়, যা নিয়ে আমাদের কথা বলতেই হবে এবং আমরা তা করছি।
দ্বিতীয় সমস্যার কথা বলতে গিয়ে জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশের নিজস্ব রাজনীতি রয়েছে। কিন্তু দিনশেষে দুটি দেশই প্রতিবেশী।
সবশেষে জয়শঙ্কর বলেন, বাংলাদেশকেই মনস্থির করতে হবে তারা আমাদের সঙ্গে কেমন সম্পর্ক চায়। তাদের (বাংলাদেশের) সঙ্গে আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কটি বিশেষ ধরনের। আর এই সম্পর্কের শিকড় ১৯৭১ সালে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho