প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ৪:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৫, ৫:২৩ পি.এম
বালিয়াকান্দিতে এনডিএম মহাসচিবের উঠান বৈঠক অনুষ্ঠিত
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের হলুদবাড়িয়া গ্রামে (রাজবাড়ী ২ আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর মহাসচিব মোমিনুল আমিনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে এনডিএম বালিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে এনডিএম মহাসচিব মোমিনুল আমিন বলেন, শৈরাচার হাসিনা সরকার পতন আন্দলনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) রাজপথে থেকে সংগ্রাম করেছে। গনতন্ত্র প্রতিষ্ঠার ও আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দিয়েছে তা বাস্তবায়নে আমরা কাজ করবো।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই রাজবাড়ী ২ (পাংশা,কালুখালী, বালিয়াকান্দি) আসন থেকে নির্বাচিত হলে এই এলাকায় চাঁদাবাজি বন্ধে উদ্যোগ নেবো, ক্যান্সার, হৃদ রোগের চিকিৎসায় আধুনিক হাসপাতাল নির্মান এবং আইসিইউ যুক্ত এ্যাম্বুল্যন্স এর ব্যবস্থা করবো। বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষনের মাধ্যমে উন্নয়ন দেশে কর্মসংস্থা সৃষ্টি করবো। ইতিমধ্যে আমি প্রতিশ্রুতি দিয়েছি পুরো রাজবাড়ী ২ আসনকে পর্যটন শিল্পেের অন্যতম স্পর্ট তৈরি করবো যেন দেশ বিদেশ থেকে মানুষ এই রাজবাড়ী বালিয়াকান্দি পাংশা, কালুখালী দেখতে আসবে।
উঠান বৈঠকে উপজেলা এনডিএম যুগ্ম আহবায়ক বদরুল ইসলাম এর সভাপতিত্বে আরো বক্তৃতা করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ফরিদ, উপজেলা এনডিএম এর আহবায়ক রেজাউল ইসলাম সদস্য সচিব জিয়াউল ইসলাম খোকন প্রমুখ এসময় দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। এর আগে এনডিএম মহাসচিব এই উপজেলার বিভিন্ন বাজারে নির্বাচনী গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho