
কক্সবাজারের স্থানীয় একদল মানুষের সঙ্গে বিমান বাহিনী সদস্যদের সংঘর্ষের মধ্যে গুলিতে এক যুবক নিহত হয়েছেন। ৩০ বছর বয়সী ওই যুবকের নাম শিহাব কবির।
কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়া এলাকায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে৷
নিহত শিহাব পৌর ১নং ওয়ার্ডের সমিতি পাড়ার নাছির উদ্দিনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।
কক্সবাজারের ডিসি মোহম্মদ সালাহউদ্দিন বলেন, “হাসপাতালে একজন নিহত হওয়ার তথ্য রয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।”
স্থানীয়রা এই সংঘাতের জন্য বিমান বাহিনীর সদস্যদেরকে দায়ী করলেও ডিসি বলছেন, কীভাবে এটি ঘটেছে তা এখনও অজানা। এ নিয়ে তদন্ত হবে।
দুই পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন ডিসি সালাউদ্দিন।
এই ঘটনায় দুপুরে এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলে, “কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে স্থানীয় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে।
বিমান ঘাঁটির পাশের সমিতি পাড়ার কিছু ‘দুর্বৃত্ত’ অতর্কিত হামলা চালায় উল্লেখ করে এতে আরও বলা হয়, “এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho