
সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলের একটি শহর এবং দারা প্রদেশে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় বাসিন্দা, সংবাদমাধ্যম ও নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গভীররাতে এই হামলা করা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এক নিরাপত্তাকর্মী ও সিরিয়া টিভির প্রতিবেদন অনুযায়ী, দামেস্কের ২০ কিলোমিটার দক্ষিণে কিসওয়েহ শহরে ইসরায়েলি বিমানবাহিনী হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তু ছিল একটি সামরিক স্থাপনা।
এক স্থানীয় বাসিন্দা বলেছেন, দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশের এক শহরে পৃথকভাবে আরেকটি বিমান হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলে সামরিক কার্যালয় ও স্থাপনা লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। ওইসব লক্ষ্যবস্তুতে অস্ত্রশস্ত্র ছিল বলেও দাবি করেছে তারা।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ বলেছেন, আমরা সিরিয়াকে লেবাননের মতো হতে দেব না। সিরিয়ার দক্ষিণাঞ্চলে দেশটির নতুন শাসক গোষ্ঠী বা সন্ত্রাসী দলগুলো কোনও আধিপত্য বিস্তারের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।
সিরিয়া আয়োজিত জাতীয় সম্মেলনে ইসরায়েলের সমালোচনা করার পর এই হামলা চালানো হয়। ওই সম্মেলনের সর্বশেষ বিবৃতিতে তাদের দেশে ইসরায়েলি বাহিনী অবস্থানের নিন্দা জানানো হয় এবং অবিলম্বে সেনা প্রত্যাহারের দাবি করা হয়।
গত রবিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলে দেশটির নতুন শাসকগোষ্ঠী এইচটিএস বা তাদের সহযোগী কোনও সংগঠনের সশস্ত্র উপস্থিতি মেনে নেওয়া হবে না। ওই অঞ্চলকে অসামরিকীকরণের (ডিমিলিটারাইজড) করার দাবিও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho