
হামাস ও ইসরাইলের মধ্যে বন্দি মুক্তির নতুন চুক্তি সই হয়েছে, যা গাজার বন্দি চার জিম্মি এবং মুক্তি না পাওয়া ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দির মুক্তি নিয়ে একটি সমঝোতা নির্ধারণ করেছে। এই চুক্তির মাধ্যমে, হামাস এবং ইসরাইল নিজেদের মাঝে কিছু বন্দি বিনিময় সম্পন্ন করবে এবং বিলম্বিত মুক্তির বিষয়টি সমাধান করবে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) হামাস এক বিবৃতিতে জানিয়েছে যে, গাজায় বন্দি থাকা চার জিম্মি এবং শনিবার মুক্তি না পাওয়া ৬০০ ফিলিস্তিনি বন্দির বিষয়ে তারা একটি চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির মধ্যে একসাথে মুক্তি পাবে ইসরাইলি বন্দিদের লাশ এবং তারা মুক্তি পাবে ওই বন্দি মহিলাদের সঙ্গে যারা শিশুদের সাথে বন্দি ছিলেন।
এছাড়া, কাতারি সংবাদপত্র আল-আরাবি আল-জাদীদ মঙ্গলবার রাতে জানায় যে, ইসরাইলের অনুরোধের পর, গাজা থেকে লাশগুলো মিশরের মাধ্যমে রেড ক্রসের কাছে স্থানান্তরিত করার প্রস্তাব করা হয়েছে।
এদিকে, সবশেষ বন্দিবিনিময়ের সময় হামাস ইসরাইলি জিম্মিদের মুক্তি দিলেও, ৬০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে অস্বীকার করে ইসরাইল। এতে ইসরাইলের ক্ষোভ সৃষ্টি হয়, বিশেষত শনিবার হামাসের হাতে বন্দি অবস্থায় মারা যাওয়া মা শিরি বিবাস এবং তার দুই সন্তান আরিয়েল ও কেফিরের লাশ হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে।
চুক্তি অনুযায়ী, ইসরাইল এবং হামাস তাদের বন্দি মুক্তির প্রক্রিয়া স্বচ্ছতার সাথে পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, এবং নতুন চুক্তি পরবর্তী পর্যায়ে আরো বন্দি মুক্তির সুযোগ সৃষ্টি করবে। সূত্র: জেরুজালেম পোস্ট
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho