প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ১০:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৫, ৮:১২ পি.এম
ধর্ষণ-নারী নির্যাতন ও ডাকাতি-ছিনতাইয়ের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ

মারুফ বাবু, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
সারাদেশে অব্যাহত ধর্ষণ, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, নারী নির্যাতন, খুন, ডাকাতি, ছিনতাইয়ের প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে মোংলায়।
বিক্ষোভ মিছিলে স্লোগানে স্লোগানে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর। আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই। একটা ধর্ষক ধর, ধরে ধরে জলে ভর। সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে। ছাত্রদল যুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌর মার্কেটের সামনে মোংলা সরকারী কলেজ ও পৌর স্বেচ্ছাসেবকদলের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। অপরাধীরা পার পেয়ে যাওয়ার কারণে এসব অপরাধ সমাজে মহামারি আকার ধারণ করছে। বক্তারা বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করে ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরো বলেন, জুলাই বিপ্লবের অসংখ্য শিক্ষার্থীর আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকের এই অবস্থানে এসেছি। তাই আমাদের দায়িত্ব অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করা। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।আমরা চাই বাংলাদেশ শান্তিপূর্ণ হোক, মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে।
সমাবেশে বক্তব্য রাখেন, মোংলা কলেজ ছাত্রদলের সাবেক সদস্য মো: ইউসুফ পারভেজ, পৌর ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন মুন্না, মোংলা পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মো: শফিকুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho