প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ৮:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৫, ৯:৪৩ পি.এম
মোংলা সুন্দরবন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের নামে ফেসবুকে অপপ্রচার

মারুফ বাবু, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
ভুয়া ফেসবুক আইডি খুলে মোংলা উপজেলার ০৫ নং সুন্দরবন ইউনিয়ন ০৪ নং ওয়ার্ডের বিএনপির সিঃ যুগ্ম সম্পাদক মোঃ মারুফ হাওলাদার ও তার আপন চাচা যুবদল নেতা মোঃ রেজাউল হাওলাদার বিরুদ্ধে নানা অপপ্রচার ও কটুক্তি করায় থানায় সাধারণ ডায়েরী করা হয়।
২৫ (ফেব্রুয়ারী) মোঙ্গলবার মোংলা থানায় প্রতিকার চেয়ে একটি সাধারণ ডায়েরী করা হয় ডায়েরী নং(১৪১৭)।
মোঃ মারুফ বাবু বলেন,সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাকে ও আমার চাচাকে হেয়প্রতিপন্ন করার জন্য কে বা কারা আমার ও আমার চাচার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি খুলে রাজনৈতিক সামাজিক বা ধর্মীয় পোস্ট ও শেয়ার করে বিভ্রান্ত সৃষ্টির মাধ্যমে কথা-বার্তা প্রচার করা হচ্ছে।
০৮(ফেব্রুয়ারী) শনিবার আমি আমার ফেসবুক চালাতে গিয়ে দেখি সামজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মোঃ ফরিদ হাওলাদার ফরিদ নামক ভুয়া আইডি খুলে একটি চক্র উদ্দেশ্য প্রণোদিত মানহানি কর ব্যক্তিগত ছবি আপলোড করে ও কথাবার্তা লিখে প্রচারণা চালাচ্ছে। আমি আইনী প্রতিকার চেয়ে মোংলা থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। প্রয়োজনে তথ্য ও প্রযুক্ত আইনের সহায়তা নেব।
এ ব্যাপারে জানতে চাইলে মোংলা থানার ডিউটি অফিসার জানান, মোঃ মারুফ হাওলাদারের অভিযোগটি সাধারণ ডায়েরী ভুক্ত করা হয়েছে। এ ব্যাপারে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho