প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ১:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৫, ৯:৫৯ এ.এম
দেহমনের বিকাশে খেলাধুলার প্রসার ঘটাতে হবে: জেলা প্রশাসক মোস্তাক

আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেছেন, দেহমনের বিকাশে খেলাধুলার প্রসার ঘটাতে হবে। নির্মল মনন ও দুশ্চিন্তামুক্ত জীবন গড়তে তরুণ- যুবকদের ক্রীড়ামুখী হতে হবে। ক্রীড়াই পারে সামাজিক নানা অবক্ষয় থেকে মুক্তি দিতে। সারা বছরই বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা দরকার। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কলারোয়া উপজেলা প্রশাসন আয়োজিত ভাষাশহিদ স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা প্রশাসক নিজে একটি বল সার্ভ করে ৮ দলীয় দিবারাত্রির এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন। আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ, কলারোয়া নিউজের প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদ, উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এম এ সাজেদ, সাংবাদিক কাজী সিরাজ, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, প্রভাষক রফিকুল ইসলাম, শেখ শাহজাহান আলি শাহিন, রবিউল হাসান, সানবিম সিয়াম প্রমুখ। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় পরস্পরের মুখোমুখি হয় যশোরের কেশবপুরের বগা যুব সংঘ ও সাতক্ষীরার মাহমুদপুর যুব সংঘ। অংশগ্রহণকারী অন্য ৬ টি দল হলো: : সাতক্ষীরার ধুলিহর, যশোরের মনিরামপুরের বাহাদুরপুর, কলারোয়ার বোয়ালিয়া, কপালিয়া, সাতক্ষীরার কালিগঞ্জের রামনগর ও শ্যামনগরের খানপুর ভলিবল দল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho