মারুফ বাবু,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
মোংলায় বাদাবন সংঘের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যলী, আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় "অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার চিলা ইউনিয়ন পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে বৈদ্যমারি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাদাবন সংঘের ফিল্ড ফ্যাসিলিটেটর নাজমিরা জুঁই এর সভাপতিত্ব উপস্থিত ছিলেন, বাদাবন সংঘের ক্রিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শেখ শরীফ উদ্দিন আহমেদ, বাদাবন সংঘের ফিল্ড ফ্যাসিলেটর মেহেদী হাসান, কামরুন্নাহার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। নারী কৃষক ও নারী জেলেরা তাদের অধিকার থেকে বঞ্চিত। নীতি নির্ধারণী পর্যায়সহ সকল ক্ষেত্রে নারীর সমানিধাকার নিশ্চিত করতে হবে। নারীর অধিকার বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
বক্তারা আরো বলেন, ১৯৭৫ সালের ৮ মার্চ প্রথম আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। সেই থেকে শতাব্দির বেশি সময় ধরে পালিত হয়ে যাচ্ছে দিবসটি। কর্ম ঘন্টা কমানো, বেতন বৃদ্ধি ও ভোটাধিকারের দাবী থেকেই উদ্ভুত হয় নারী দিবসের ধারণা। ১৯০৮ সালে প্রায় ১৫ হাজার নারী নিউওয়ার্কের রাস্তায় নেমে ছিল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho