সিলেটে হকারের কাছে চাঁদা দাবির অভিযোগে মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জয়দেব চৌধুরীকে (মাধব) প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এর আগে শুক্রবার রাতে চাঁদা না দেওয়ায় যুবদল নেতা মাধব এক হকারকে তুলে নিয়ে যান বলে অভিযোগ উঠে। পরে সিলেটের জিন্দাবাজার-বন্দরবাজার সড়ক অবরোধ করে ব্যবসায়ীরা বিক্ষোভ করেন।
হকারদের একটি সূত্রে জানা গেছে, নিয়মিত হকারদের কাছ থেকে চাঁদা আদায় করতেন যুবদল নেতা মাধব। শুক্রবার চাঁদা না দেওয়া এক হকারকে গাড়িসহ তুলে নিয়ে যান তিনি। পরে তার কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনার খবর পেয়ে জিন্দাবাজার-বন্দরবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা।
এরপর সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ঘটনাস্থলে গিয়ে যুবদল নেতাকে বহিষ্কারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা সড়ক থেকে অবরোধ তুলে নেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho