শহিদ শেখ পাখি,মুন্সীগঞ্জ প্রতিনিধি
”বোন তোমার ভয় নাই, ভাই তোমার মরে নাই” এই শ্লোগানে দেশব্যাপী ধর্ষন, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। উপজেলা শিক্ষার্থীদের আয়োজনে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজে ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বের করে ইছাপুরা চৌরাস্তায় গিয়ে সংক্ষিপ্ত সভা করে শেষ হয়। বিক্ষোভ মিছিলে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করেন।
বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের শিক্ষার্থী অনন্যা রহমান অর্পার নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষার্থী মুস্তাক আহমেদসহ সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন,সম্প্রতি সময়ে দেশব্যাপী ধর্ষন, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ‘কয়েক মাস ধরে দেশে নির্যাতন-নিপীড়ন বেড়েই চলছে। এর মূল কারণ আইনশৃঙ্খলার অবনতি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, দয়া করে আইনশৃঙ্খলার উন্নতির জন্য পদক্ষেপ নিন। তা না হলে আইন শৃঙ্খলা আরো অনেক খারাপ হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho